News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৬, ১০ ডিসেম্বর ২০২৫

মুর্শিদাবাদের বাবরি মসজিদ প্রকল্পে অনুদান ৩ কোটি টাকা ছাড়াল

মুর্শিদাবাদের বাবরি মসজিদ প্রকল্পে অনুদান ৩ কোটি টাকা ছাড়াল

ছবি: সংগৃহীত

মুর্শিদাবাদের বেলডাঙায় ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর থেকেই অনুদানের প্রবাহ বেড়ে গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে মসজিদ নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কাজ চলছে। বর্তমানে ১১টি বাক্সে নগদ অর্থ, ৫০০ রুপির নোট থেকে খুচরা টাকা এবং বিদেশি মুদ্রা জমা পড়েছে। অনুদানের পরিমাণ এখন পর্যন্ত ৩ কোটি টাকা ছাড়িয়েছে।

হুমায়ুন কবির জানিয়েছেন, অনেকে অনলাইনে অনুদান দিচ্ছেন, কেউ আবার সরাসরি নগদ অর্থ প্রদান করছেন। প্রতিদিনই তাঁর বাড়িতে তোলা টাকাপত্রের গোণা হচ্ছে, যা মসজিদ নির্মাণে ব্যবহার করা হবে।

বেস্তর স্থাপনের দিনে শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় সড়কগুলো অবরুদ্ধ হয়ে যায়। পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাগম করেন এবং আশেপাশের এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে উপস্থিত হন। অনুষ্ঠানে হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকেও হুঁশিয়ারি দেন।

 তিনি বলেন, মসজিদ তৈরিতে বাধা দেওয়া হলেও আমি মাথা নোয়াব না; প্রয়োজনে শহিদ হয়ে যাব।

তিনি আরও বলেন, 'যেখানে দেশে মন্দির ও গির্জা নির্মাণের স্বাধীনতা রয়েছে, সেখানে মসজিদ নির্মাণের অধিকার থেকেও আমরা বঞ্চিত নই। সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে, হিন্দুরা মসজিদটি ভেঙেছিল। হিন্দুদের অনুভূতি সম্মান করে সেখানে মন্দির নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। আমরাও সংবিধানের অধিকার অনুযায়ী মসজিদ নির্মাণ করব।'

আরও পড়ুন: মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরই অযোধ্যার বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। এবার ঐতিহাসিক ওই দিনেই মুর্শিদাবাদের বেলডাঙায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়