রিয়েল-টাইম খবর দিতে বড় সংবাদমাধ্যমগুলোর কনটেন্ট ব্যবহার করবে মেটা
ছবি: সংগৃহীত
প্রযুক্তি জায়ান্ট মেটা তাদের এআই সেবা শক্তিশালী করতে বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে। এই চুক্তির ফলে মেটার এআই চ্যাটবট এখন ব্যবহারকারীদের তাৎক্ষণিক (রিয়েল-টাইম) খবর দিতে পারবে নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের লিংকসহ।
জানা গেছে, নতুন এই কনটেন্ট লাইসেন্সিং চুক্তিতে যুক্ত হয়েছে সিএনএন, ফক্স নিউজ, দ্য ওয়াশিংটন এক্সামিনার, ইউএসএ টুডে এবং ফ্রান্সের জনপ্রিয় সংবাদমাধ্যম লে মন্দ। এসব প্রতিষ্ঠানের কনটেন্ট ব্যবহারের সুযোগ পাওয়ায় এখন থেকে মেটার এআই ব্যবহারকারীদের সংবাদভিত্তিক যেকোনো প্রশ্নে আরও নির্ভুল, সময়োপযোগী ও প্রাসঙ্গিক তথ্য সরবরাহ করতে সক্ষম হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ায় বেশি ব্যবহারকারী আকর্ষণ করতেই মেটা এই উদ্যোগ নিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোও একইভাবে নতুন নতুন কনটেন্ট লাইসেন্সিং চুক্তি করছে, যাতে তাদের এআই সেবার মান উন্নত করা যায়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মেটার সর্বশেষ ‘লামা ৪’ এআই মডেল প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রতিষ্ঠানটি এখন এআই খাতে ব্যাপক বিনিয়োগ করছে। এ উদ্দেশ্যে বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, একই সঙ্গে মেটাভার্স প্রকল্পে ব্যয় কমানোর কথাও বিবেচনা করছে তারা।
আরও পড়ুন: আইডিবি ভবনে শুরু কম্পিউটার মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার’
চুক্তিগুলোর আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি। তবে মেটা জানিয়েছে, সামনে আরও সংবাদমাধ্যমকে যুক্ত করা হবে এবং এআই সেবায় নতুন ফিচার যোগ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








