News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৭, ১০ ডিসেম্বর ২০২৫

সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি

সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি

ফাইল ছবি

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ ও হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পত্রিকায় হাজির হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে। একই মামলায় অপর আসামি সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইতিমধ্যেই গ্রেফতার রয়েছেন।

বুধবার (১০ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। আদালত পরবর্তী শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেছে।

এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অগ্রগতি তুলে ধরেন এবং পলাতক আসামিকে হাজির করার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন।

আরও পড়ুন: নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ করল হাইকোর্ট

অপর আসামি জুনায়েদ আহমেদ পলককে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ। 

তিনি আদালতকে জানান, জেল কর্তৃপক্ষ পলককে সপ্তাহে একবার পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি দিচ্ছেন না এবং ১৫ দিনে একবার স্বজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এজন্য তিনি ট্রাইব্যুনালের অনুমতি প্রার্থনা করেন।

এর আগে, ৪ ডিসেম্বর এই দুজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একইদিন জয়কে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজকের শুনানিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতিসহ পরবর্তী শুনানির দিন ধার্য করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ মামলায় অভিযোগ রয়েছে যে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করে এবং সংঘটিত হত্যাকাণ্ডের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়