News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৩, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৫:৪৬, ১০ ডিসেম্বর ২০২৫

পল্টনে ডিটিএস ডরমেটরিতে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পল্টনে ডিটিএস ডরমেটরিতে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে পুলিশের ডরমেটরি এবং সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুলে (ডিটিএস) অবস্থানরত উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১০ ডিসেম্বর) সকালে পল্টন থানার ভেতরে থাকা পুলিশ নিবাসের ডরমেটরিতে একজন কর্মকর্তার অস্বাভাবিক অবস্থার খবর প্রথমে পুলিশ সদস্যদের নজরে আসে। 

পল্টন থানার একটি অভ্যন্তরীণ সূত্র দুপুরে নিশ্চিত করে জানায় যে টিনশেড ডরমেটরির একটি কক্ষে এসআই আফতাবুজ্জামান রিগান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পাওয়ার পর সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে অবগত হয় এবং বেলা ১১টার দিকে থানার কর্মকর্তারা সেখানে পৌঁছান। 

এসআই শরীফুল ইসলাম জানান, তারা খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কক্ষটি পরীক্ষা করেন এবং পরবর্তী প্রক্রিয়া হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিতে শুরু করেন।

অন্যদিকে, একই সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ডরমেটরি অংশ থেকেও এসআই আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়। 

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান জানান যে, তারা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কক্ষটির দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। 

আরও পড়ুন: মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা গ্রেফতার

তিনি আরও জানান, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’ ব্যাচের সদস্য হিসেবে প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি বা সাইবার অ্যান্ড স্পেশাল ফোর্স বিভাগে কর্মরত ছিলেন এবং ডিটিএসে প্রশিক্ষণ নিতে এসে ডরমেটরিতে অবস্থান করছিলেন।

পৃথক তিনটি সূত্রে সময়, উদ্ধার প্রক্রিয়া এবং ঘটনাস্থলের বর্ণনায় সামান্য ভিন্নতা থাকলেও সামগ্রিকভাবে তথ্যগুলো একই ঘটনার পূর্ণাঙ্গ রূপ তুলে ধরে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে বিবেচিত হলেও পুলিশ প্রশাসন ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। 

পুলিশের অভ্যন্তরীণ ও বিশেষায়িত দুটি ইউনিটের মাধ্যমে পাওয়া তথ্য একত্রে বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে এসআই রিগান ডিটিএস ডরমেটরিতে অবস্থানকালে সকালে তার সহকর্মীরা কক্ষের অস্বাভাবিকতা টের পেয়ে বিষয়টি তাদের কর্তৃপক্ষকে অবহিত করেন, এরপর সংশ্লিষ্ট ইউনিটগুলোর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশের তদন্ত দল এখন ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়