News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪২, ৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:৪৩, ৯ ডিসেম্বর ২০২৫

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন শহরের মতো বাংলাদেশেও দিনদিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে ঢাকাও দূষণের শীর্ষ শহরগুলোর তালিকায় রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে প্রায় প্রতিদিনই ঢাকার নাম থাকে প্রথম তিনের মধ্যে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা ৪৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার স্কোর ছিল ২৫০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের বলে বিবেচিত। এ মাত্রা সব বয়সী মানুষের জন্যই ঝুঁকিপূর্ণ- বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য।

একিউআই তালিকায় স্কোর ২৬২ নিয়ে প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ২৩৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে মিশরের কায়রো এবং ২৩২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতীয় রাজধানী দিল্লি রয়েছে।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০কে অস্বাস্থ্যকর বলা হয়, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর, ৩০১ থেকে ৪০০ ঝুঁকিপূর্ণ,

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের জন্য প্রধানত ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণসাইটের ধুলো দায়ী। শহরজুড়ে অপরিকল্পিত নির্মাণকাজ পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকার বায়ুদূষণ দীর্ঘদিন ধরেই ‘উদ্বেগজনক’। নির্মাণযজ্ঞ বেড়েছে, কিন্তু অবকাঠামো নির্মাণে আদর্শ মান মানা হয় না। সরকারি-বেসরকারি সব উন্নয়নকাজই উন্মুক্তভাবে চলায় ধুলাবালু বেড়ে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়