তেঁতুলিয়ায় টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে অবস্থান করছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি, যা চলতি মৌসুমের এ পর্যন্ত সর্বনিম্ন।
শীত বাড়ায় বাড়ছে দুর্ভোগও। সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। অনেকে রাস্তাঘাটে, বাড়ির সামনে বা চা-স্টলের পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আরও পড়ুন: ফেসবুকে ‘চুদলিং পং’ কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি, আহত ৫
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত চার দিন ধরে এখানকার তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় আগামী দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








