News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:৫৮, ১০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়াকে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

খালেদা জিয়াকে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, 'খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি সব দলের, সব মানুষের অভিভাবক। অতীতে কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন হয়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন।'

 তিনি আরও বলেন, দেশের এই সময়ে খালেদা জিয়ার মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতার বড় প্রয়োজন।

তারেক রহমানকে শিগগিরই দেশে ফিরে নেতৃত্ব গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, 'নতুন চিন্তা-চেতনা ও নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান দেশকে আরও এগিয়ে নেবেন।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।

আরও পড়ুন: খালেদা জিয়ার আসনে প্রার্থী দিলো এনসিপি

বিকেলে কর্মসূচির প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়