News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ১০ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৩:১৩, ১০ ডিসেম্বর ২০২৫

রাজনীতির চেয়ে বড় প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান

রাজনীতির চেয়ে বড় প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের বাংলাদেশে রাজনীতির চেয়ে বড় প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ, যেখানে সবার জন্য মানবাধিকার নিশ্চিত থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে এবং ভিন্ন মত হুমকি নয়, বরং গণতন্ত্রের অংশ হবে।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, '১৬ বছর ধরে বাংলাদেশ যেন কালো মেঘের নিচে চাপা পড়েছিল। রাতের বেলা দরজায় কড়া নাড়া, মিথ্যা মামলা, নির্যাতন -এগুলো তখনকার বাস্তবতা ছিল। বিএনপির নেতা-কর্মীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে অত্যাচারের শিকার শুধু বিএনপি ছিল না; ছাত্র, সাংবাদিক, লেখক, সাধারণ মানুষও ভুক্তভোগী ছিলেন।'

তারেক রহমান আরও উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে তার কথা বলার মৌলিক অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। দেশের কোনো পত্রিকা, টিভি বা সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য প্রকাশে বাধা ছিল। তবু তিনি অধিকার, গণতন্ত্র ও মানুষের ন্যায্য দাবির পক্ষে লড়াই চালিয়ে গেছেন।

তিনি বলেন, এই পুরো সময়ে তার মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রতিরোধ ও ধৈর্যের প্রতীক ছিলেন। 'তিনি শিখিয়েছেন- অন্যায় সহ্য করার পরও মানুষ আরও মহান হতে পারে। দেশের উন্নয়নের পথ ঘৃণার নয়, ন্যায় ও ক্ষমাশীলতার।'

তারেক রহমান আরও বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি প্রত্যাখ্যান করে, সমাধানের পথে বিশ্বাসী। 'কোনো বাংলাদেশিকে রাষ্ট্রের ভয়ে বাঁচতে হবে না, তা সে সরকারের সমর্থক হোক বা বিরোধী।'

তিনি আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শহীদদের স্মরণ করে বলেন, 'আবরার ফাহাদ, মুশতাক আহমেদ, ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমন, সাগর-রুনি -তাদের গল্প মনে রাখি যেন ভবিষ্যতে নিপীড়ন আর দায়মুক্তি ফিরে না আসে।'

আরও পড়ুন: ১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

শেষে তিনি যোগ করেন, 'বিএনপি মারাত্মক ক্ষতি সহ্য করেছে, কিন্তু ভেঙে যায়নি। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষের কণ্ঠ, অধিকার ও জীবন মূল্যবান; যেখানে মানবাধিকার আমাদের ভবিষ্যতের ভিত্তি।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়