News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৬, ১০ ডিসেম্বর ২০২৫

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

পদত্যাগ করেছেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

ফাইল ছবি

২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্যে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৮ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় গিয়ে তাঁর কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের পর উভয় উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে দুই উপদেষ্টা বা অন্য কেউ বক্তব্য রাখবেন কি না, তা পরে জানানো হবে।

পদত্যাগের পেছনের প্রেক্ষাপট হিসেবে জানা যায়, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উভয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। স্থানীয় সরকার ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের এই সিদ্ধান্ত নির্বাচনী প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত।

উল্লেখযোগ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিএনপি-বিরোধী ছাত্র আন্দোলন ও কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ সদস্য ছিলেন। ছাত্র প্রতিনিধিরা হিসেবে শুরুতে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম দায়িত্ব পান। মাহফুজ আলম তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। পরে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

আসিফ মাহমুদ শুরুতে শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন।

পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্র জানায়, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও কিছু সময় থাকার অনুরোধ করেন। পরবর্তীতে সরকারী উচ্চপর্যায় থেকে পুনরায় পদত্যাগের তাগাদা দেওয়া হয়।

এর আগে, নাহিদ ইসলাম গত ২৫ ফেব্রুয়ারি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। দলের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের অংশ নেওয়া এই পদক্ষেপ সরকারের অন্তর্বর্তী সময়ের ছাত্র প্রতিনিধিদের প্রভাব ও রাজনীতিতে আগ্রহের প্রতিফলন।

দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধিদের সংখ্যা আরও কমে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রক্রিয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়