‘তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ কার্যকর’
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই কার্যকর হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সচিবালয়ে চলমান ব্যস্ত দিনের মধ্যেই এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বিকেল ৫টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিকট পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা পদত্যাগপত্র প্রদান করলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন।
সন্ধ্যা সোয়া ৬টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত দুই উপদেষ্টা নিয়মিত দায়িত্ব পালন করবেন। তফসিল ঘোষণার মুহূর্ত থেকেই তাদের পদত্যাগ কার্যকর হবে।
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা দুই উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানিয়েছেন এবং তাদের রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: আ. লীগের জনপ্রিয়তা জরিপ নিয়ে প্রশ্ন প্রেস সচিবের
প্রধান উপদেষ্টা তাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বের মাধ্যমে জাতির গণতান্ত্রিক রূপান্তরে তারা যে ভূমিকা রেখেছেন—তা জাতীয় ইতিহাসে গুরুত্বের সঙ্গে স্থান পাবে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা দুই উপদেষ্টার স্থলাভিষিক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব জানান, এ বিষয়ে প্রধান উপদেষ্টা এককভাবে সিদ্ধান্ত নেবেন এবং প্রয়োজনে নতুন নিয়োগ সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য ছড়িয়ে কিছু ব্যক্তি অনলাইন ভিউ অর্জনের চেষ্টা করলেও বর্তমান সরকার শুরু থেকেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করছে।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পর সরকারি প্রচারণা জোরদার হবে এবং গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন মন্ত্রণালয় সারাদেশে বিস্তৃত জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করবে বলে প্রেস সচিব জানান।
অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপটে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যেখানে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতাকে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া, শ্রম এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান; আর মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব শুরু করে পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। এর আগে ছাত্রনেতা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির রাজনীতিতে পূর্ণকালীন দায়িত্ব গ্রহণ করেন।
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও তার কার্যকর হওয়ার সময়সূচি—নির্বাচনের জন্য প্রশাসনিক প্রস্তুতি এবং অন্তর্বর্তী সরকারের কাঠামোগত পুনর্বিন্যাসে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। তফসিল ঘোষণার পর এ প্রসঙ্গে আরও আনুষ্ঠানিক স্পষ্টতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








