News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৩, ৬ আগস্ট ২০২৫

ওএসডি দশ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তার একযোগে বদলি ও পদায়ন

ওএসডি দশ ডিআইজিসহ ৭৬ পুলিশ কর্মকর্তার একযোগে বদলি ও পদায়ন

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উচ্চ পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তা ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থেকে একযোগে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। 

বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতির আদেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

গত বছর ক্ষমতার পরিবর্তনের পর অগাস্ট মাসে ক্ষমতাসীন দলটি বিভিন্ন ইউনিটে কর্মরত ৭৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে ওএসডি করে দায়িত্ব থেকে সরিয়ে রাখে। তাদের মধ্যে ছিলেন ১০ জন ডিআইজি, ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, ১২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার এবং ৭ জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা। এছাড়া গত ফেব্রুয়ারি মাসে ৮২ জন কর্মকর্তাকে ওএসডি করার প্রজ্ঞাপন জারি হয়েছিল।

গত বছরের জুলাই আন্দোলন ঠেকাতে পুলিশের ভূমিকা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ৫ আগস্ট ক্ষমতা হস্তান্তরের পর পুলিশ বাহিনী জনতার রোষের মুখে পড়েছিল; একাধিক থানায় হামলা ও অগ্নিসংযোগ ঘটে এবং অনেক পুলিশ সদস্য নিহত হন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার পুলিশ বাহিনীকে পুনর্গঠন ও ঢেলে সাজানোর উদ্যোগ নেয়।

আরও পড়ুন: বিগত তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল পিবিআই

নতুন বদলিতে দেশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) ও সারদায় কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। বিশেষ উল্লেখযোগ্য হল:

  • রংপুর রেঞ্জে বদলি হয়েছেন ডিআইজি শাহ্ মিজান শাফিউর রহমান ও নুরুল ইসলাম।
  • সিলেট রেঞ্জে দায়িত্ব পেয়েছেন মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান ও ইলিয়াস শরীফ।
  • চট্টগ্রাম রেঞ্জে বদলি হয়েছেন জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন ও জিহাদুল কবির।
  • খুলনা রেঞ্জে ডিআইজি মাহবুবুর রহমানের পদায়ন হয়েছে।
  • সারদায় বদলি হয়েছেন মঈনুল হক ও মোস্তাক আহমেদ খান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, এই পদায়ন প্রক্রিয়াটি দেশের প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং কাঠামোগত পুনর্বিন্যাসের অংশ হিসেবে নেওয়া হয়েছে। ৭৬ জন কর্মকর্তা দীর্ঘদিন ওএসডি অবস্থায় থাকার পর এবার দায়িত্বে ফিরে যাচ্ছেন। এর ফলে পুলিশ বাহিনীর কাঠামো শক্তিশালী হবে এবং কার্যক্রমে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকার পুলিশের পুনর্গঠন ও শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছে। চলমান নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করা অন্যতম অগ্রাধিকার। নতুন বদলির মাধ্যমে পুলিশ বাহিনী প্রস্তুত হবে নির্বাচনী দায়িত্ব ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়