News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩০, ৬ আগস্ট ২০২৫

সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

দেশের রাজনীতিতে নতুন প্রত্যাশার বার্তা নিয়ে নয়াপল্টনে দলের বিজয় শোভাযাত্রা ও র‌্যালি পূর্ব সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বুধবার (৬ আগস্ট) বিকেলে তিনি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আশ্বাস দেন। 

পাশাপাশি দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, সকল রাজনৈতিক দল ও জনগণকে ধন্যবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। নতুন জুলাই ঘোষণাপত্র প্রকাশিত হয়েছে, যেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশের সংস্কার কার্যক্রম শুরু হবে। আসুন সবাই শপথ করি, সত্যিকারের একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ। সেই স্বপ্নের পথে আমরা এগিয়ে যাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বে আমরা গণতন্ত্র রক্ষা করেছি এবং এখন তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করব।

আরও পড়ুন: রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে আন্দোলন ও সংগ্রামে অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, সাম্প্রতিক জুলাই বিপ্লবেও অনেকে আহত হয়েছেন। আমরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা সরকারের কাছে দাবি করছি।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা শত নির্যাতনের মধ্যেও কখনো কারও কাছে মাথা নত করেনি। আমরা একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, যেখানে দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বিশ্বদরবারে।

মির্জা ফখরুল দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা বিজয় অর্জন করেছি। রাজনৈতিক অস্থিরতার সময় তারা গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন। দেশের সমস্ত মানুষ, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন এবং বিশেষ করে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাই।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফ্যাসিবাদের পতনে আমরা সকলেই ঐক্যবদ্ধ ছিলাম। সেই ঐক্য আজ আমাদের বিজয়ের অন্যতম কারণ।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়