News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ২৭ জুলাই ২০২৫
আপডেট: ১৮:১৬, ২৭ জুলাই ২০২৫

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৩ জনের

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৩ জনের

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে (২৪ ঘণ্টা) আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৮৬ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। 

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৫২৯ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ২২৩ জন। মারা গেছেন ৭৬ জন।

আরও পড়ুন: ১৬ লাখ টাকার লটারি জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি যুবক

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়