News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ২৭ জুলাই ২০২৫

১৬ লাখ টাকার লটারি জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি যুবক

১৬ লাখ টাকার লটারি জিতলেন দুবাই প্রবাসী বাংলাদেশি যুবক

মোহাম্মদ খোরশেদ আলম। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই ৫০ হাজার দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ লাখ টাকারও বেশি।

২২ বছর বয়সী খোরশেদ পেশায় একজন পনির বিক্রেতা। গত চার বছর ধরে তিনি শারজায় কাজ করছেন। বহুদিন ধরেই লটারি জয়ের স্বপ্ন দেখলেও সাহস করে কখনো টিকিট কেনেননি। অবশেষে গত জুলাইয়ে ২০ জনের একটি দল গঠন করে অংশ নেন বিগ টিকিট সিরিজ ২৭৭-এ। আর প্রথম চেষ্টাতেই তার ভাগ্য খুলে যায়।

আবুধাবিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ীর নাম ঘোষণার সময় উপস্থাপক খোরশেদকে ফোনে দুবার কল দিলেও তিনি ধরেননি। পরে যোগাযোগ হলে তিনি পুরস্কার জয়ের খবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজয়ের প্রতিক্রিয়ায় খোরশেদ বলেন, “আমি খুবই খুশি। এত বড় পুরস্কার পাব কল্পনাও করিনি। ভাগ্য যদি সহায় হয়, সবই সম্ভব। যেহেতু দলীয়ভাবে টিকিট কেনা হয়েছিল, তাই পুরস্কারের অর্থ ২০ জনের মধ্যে ভাগ করে নেওয়া হবে।

আরও পড়ুন: মাইলস্টোনে দুঃস্বপ্ন পেরিয়ে ঘরে ফিরল আয়ান-রাফিয়া

ভবিষ্যতে আবার চেষ্টা করবেন কি না—এমন প্রশ্নে খোরশেদ জানান, “অবশ্যই করব। জীবনে একবার হলেও সুযোগ নেওয়া উচিত। ভাগ্য যেকোনো মুহূর্তে বদলে যেতে পারে। স্বপ্ন দেখুন, চেষ্টা করুন।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়