ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৩

ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় (২৯ জুলাই সকাল ৮টা থেকে ৩০ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০৬ জন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্যসেবাকেন্দ্রে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৯ জন এবং দক্ষিণ সিটিতে ৪৯ জন। রাজশাহী বিভাগে ভর্তি হয়েছেন ৪৫ জন, খুলনায় ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৩ জন।
এছাড়া, বুধবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৭৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে মোট ১৯ হাজার ৩২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৪
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত (৩০ জুলাই সকাল পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২০ হাজার ৭০২ জন। শুধুমাত্র জুলাই মাসেই এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে, যা বছরের সবচেয়ে উচ্চসংখ্যক সংক্রমণের রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।
ডেঙ্গুতে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৩৫ জন নারী। মৃত্যুহার ও সংক্রমণের ক্রমবর্ধমান প্রবণতা বিশেষ করে বরিশাল ও ঢাকা বিভাগে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর এ পরিস্থিতিতে বাসাবাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখাসহ এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে। স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলোকেও অভিযান জোরদার করতে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি