News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:০৪, ৩ আগস্ট ২০২৫

২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

রবিবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে কেউই করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হননি। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৬৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি একজন নারী। বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চলতি বছরে করোনায় মোট ৩১ জন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৩০ জনে।

আরও পড়ুন: বসুন্ধরায় আওয়ামী কর্মীদের প্রশিক্ষণ দেয়ার ঘটনায় গ্রেফতার ২৬

চলতি বছরে এখন পর্যন্ত ১৪ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ যাবৎ করোনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৮২৮টি।

বর্তমানে দেশে করোনা শনাক্তের হার শূন্য শতাংশ হলেও মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৪ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়