ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন আক্রান্ত ৩৯৪

ফাইল ছবি
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ২ জন পুরুষের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া দুজনই পুরুষ।
মৃত্যুর ঘটনাগুলোর একটি ঘটেছে বরিশাল বিভাগে, অপরটি চট্টগ্রাম বিভাগে। এ সময়ে আক্রান্তদের মধ্যে ৮২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩১২ জন দেশের অন্যান্য জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগ বর্তমানে নতুন আক্রান্তের হারে শীর্ষে রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ১০৮ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত (২৮ জুলাই পর্যন্ত) দেশে ডেঙ্গুতে মোট ১৯ হাজার ৯২৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১১ হাজার ৬৮০ জন পুরুষ এবং ৮ হাজার ২৪৩ জন নারী। একই সময়ে মোট ৭৮ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ৩৫ জন নারী।
আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে প্রাণ গেলো ৩ জনের
২০২৪ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর):
- আক্রান্ত: ১ লাখ ১ হাজার ২১৪ জন
- মৃত্যু: ৫৭৫ জন
২০২৩ সালে (১ জানুয়ারি–৩১ ডিসেম্বর):
- আক্রান্ত: ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন
- মৃত্যু: ১ হাজার ৭০৫ জন
যদিও ২০২৫ সালে এখনও পর্যন্ত আগের দুই বছরের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে বর্ষা মৌসুমে সংক্রমণের গতি বেড়ে চলেছে। বিশেষ করে ঢাকা ও বরিশালের বাইরে বিভাগীয় শহরগুলোতেও ডেঙ্গুর বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে।
এই বাস্তবতায় স্বাস্থ্য অধিদপ্তর জনসচেতনতা বাড়ানো, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে এডিস মশা নির্মূলের ওপর জোর দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর পুনরায় সকল নাগরিককে নিজ বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছে।
বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত কনটেইনার, নির্মাণাধীন ভবনের ছাদ, ড্রাম বা পানির ট্যাঙ্কে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি