News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২০:২১, ১৭ জানুয়ারি ২০২০

হাবিপ্রবি কৃষি অনুষদের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

হাবিপ্রবি কৃষি অনুষদের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

দিনাজপুর: বিএডিসির নিয়োগ ও পদায়ন নীতিমালায় সহকারী পরিচালক পদে কৃষিবিদ নিয়োগের পদ সংকোচন করায় প্রতিবাদ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)- এর কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিনের কাছে স্মারকলিপি প্রদান করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিএডিসির প্রবিধানমালা ১৯৯০ অনুসারে বিদ্যমান কোটা ব্যবস্থায় ২৫ বছর ধরে কৃষি পুলে সহকারী পরিচালক পদে সরাসরি নিয়োগে কৃষিতে ৭৫ ভাগ নূন্যতম স্নাতক এবং সংস্থায় কর্মরত উপ-সহকারী পরিচালক (কৃষিতে ডিপ্লোমাধারী) এর পদোন্নতির মাধ্যমে ২৫ ভাগ পদ পুরণ হয়ে আসছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, বিএডিসি ২০১২ সালে সহকারী পরিচালক পদে প্রবিধানমালা ১৯৯০ অনুসারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এরই প্রেক্ষিতে বিএডিসিতে কর্মরত উপ-সহকারী পরিচালকরা সংস্থায় বিদ্যমান ২৫ ভাগ কোটার পরিবর্তে ৭৫ ভাগ কোটা দাবি করছে।

স্মারকলিপিতে আরো জানানো হয়, বাংলাদেশ এমনকি উপমহাদেশে প্রথম শ্রেণীর পদের ক্ষেত্রে কৃষি ডিপ্লোমাধারীদের ৭৫ ভাগ কোটা পূরণের বিধান চালু নেই। তিন বছর বিএডিসিতে সহকারী পরিচালক পদে নিয়োগ বন্ধ থাকায় সারাদেশে কৃষি গ্রাজুয়েটদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

দেশের কৃষিশিক্ষা, কৃষি এবং কৃষি অর্থনীতিকে ধবংসের হাত থেকে রক্ষার জন্য বিএডিসির এন্ট্রিপদ সহকারী নিয়োগের ক্ষেত্রে প্রণীত অন্যায্য বিধিটি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয় এ স্মারকলিপিতে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়