News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৩, ৩০ আগস্ট ২০২৫
আপডেট: ২০:২৫, ৩০ আগস্ট ২০২৫

খুলনায় জাতীয় পার্টির অ‌ফি‌সে হামলা

খুলনায় জাতীয় পার্টির অ‌ফি‌সে হামলা

ছবি: সংগৃহীত

খুলনা মহানগর ও জেলা জাতীয় পার্টি কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ে বিক্ষোভ মিছিল চলাকালে তারা সাইনবোর্ড ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে। 

এ সময় পুলিশ বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। প‌রে পু‌লিশী বাধায় ছত্রভঙ্গ হ‌য়ে যায় নেতা কমীরা।

এর আগে  গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের ওপর ঢাকায় হামলার প্রতিবাদে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।

পরে শিববাড়ি মোড় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলা চালায়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়