News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪২, ৩০ আগস্ট ২০২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২৫

ছবি: সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায়। এতে অন্তত পাঁচজন আহত হন। এরপর পেছন থেকে আরও তিনটি বাস ধাক্কা দিলে আরও প্রায় ২০ জন আহত হন।

আরও পড়ুন: ১২২ জেলে ফেরত আনল কোস্টগার্ড, জব্দ ১৯ ট্রলার

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে হাইওয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়