News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৫, ২৮ জুলাই ২০২৫

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগ

তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগ

ছবি: সংগৃহীত

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার দিন রাতেই রাজধানীর মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি।

থানায় দেওয়া জিডি অনুযায়ী, রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় মিরপুর-১ এলাকায় ঘটনাটি ঘটে। 

সৌরভের অভিযোগ, তাসকিন তাকে ফোনে ডেকে নেন এবং সেখানে কিল-ঘুষি মেরে শারীরিকভাবে জখম করার পাশাপাশি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। 

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একসময় তাসকিন ও সৌরভের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যা পরে তিক্ততায় রূপ নেয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ও বাদী একে অপরকে পূর্বপরিচিত। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা সম্পর্কে থানা কর্তৃপক্ষ কিছু না বললেও তারা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।

অভিযোগ প্রসঙ্গে যোগাযোগ করা হলে তাসকিন আহমেদের ফোন বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপেও কল করে যোগাযোগ সম্ভব হয়নি। এমনকি তার বাবা আব্দুর রশিদকেও ফোনে পাওয়া যায়নি।

আরও পড়ুন: আফগান মডেলে বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তন আনবেন বুলবুল

পরবর্তীতে গণমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে তাসকিন বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটা পুরোপুরি মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত ছিলাম। কাউকে মারিনি। ওরা আমার নামে মিথ্যা অভিযোগ তুলে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।

ঘটনার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে অবগত হয়েছে বলে জানা গেছে। 

বিসিবির পরিচালক এবং আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু ক্রীড়া সংবাদমাধ্যমকে বলেন, মিডিয়াতে বিষয়টি সকালে দেখেছি। আমিনুল ইসলাম বুলবুল ও ফাহিম ভাইও এ বিষয়ে জানেন। আমরা এরই মধ্যে তদন্ত শুরু করেছি। যদি ঘটনাটি সত্য হয়, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন আইকন প্লেয়ারের এ ধরনের ঘটনায় জড়ানো মোটেই কাম্য নয়। তবে তদন্ত না হওয়া পর্যন্ত বিস্তারিত মন্তব্য করা সঠিক হবে না।

প্রসঙ্গত, তাসকিন আহমেদ সর্বশেষ গত ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমেছিলেন। সেই ম্যাচে তিনি বল হাতে প্রশংসনীয় পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু মাঠের পারফরম্যান্সের ঠিক তিন দিন পর মাঠের বাইরের ঘটনায় ফের শিরোনামে উঠে আসলেন ৩০ বছর বয়সী এই পেসার।

মিরপুর মডেল থানা সূত্র জানায়, তদন্তের স্বার্থে বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। থানার কোনো দায়িত্বশীল কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়