যুবারা শীর্ষে, জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পরের ম্যাচেই বাংলাদেশ যুব দল ৮৯ রানে অলআউট করে জিম্বাবুয়েকে, এরপর মাত্র ২ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় টাইগার যুবারা।
শুক্রবার (১ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ ৮ উইকেট ও ৩৪.৫ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে।
লক্ষ্য তাড়ায় ষষ্ঠ বলেই রিফাত বেগ আউট হলেও এরপর ইনিংস গুছিয়ে নেন আজিজুল হক তামিম ও রিজান হোসেন। রিজান করেন ২১ রান, আর তামিম অপরাজিত থাকেন ৪৭ রানে।
এর আগে, জিম্বাবুয়ের হয়ে কেবল ব্র্যান্ডন এন্দিয়েনি (২০), তাতেন্দা চিমুগোরো (১৬) ও সিমবারাশে মুজেঙ্গেরে (১১) দুই অঙ্কের রান করেন। বাংলাদেশের পক্ষে ইকবাল নেন সর্বোচ্চ ৪ উইকেট, স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পান দুটি করে উইকেট।
আরও পড়ুন: তাসকিন-সৌরভ বিরোধে অবসান, মুচলেকায় পারিবারিক সমঝোতা
এই জয়ের মাধ্যমে তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ। সমান পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এখনো কোনো জয় না পাওয়া স্বাগতিক জিম্বাবুয়ে রয়েছে সবার নিচে।
সিরিজের গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে আরও একটি করে ম্যাচ খেলবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি