News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৭, ৮ জুলাই ২০২৫

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, লক্ষ্য ২৮৬

সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, লক্ষ্য ২৮৬

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের দেওয়া ২৮৬ রানের লক্ষ্য ছুঁলেই ইতিহাস রচনা হবে মেহেদি হাসান মিরাজের দলের।

ক্যান্ডির পাল্লেকেলেতে মঙ্গলবার সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। শুরুটা ভালো না হলেও কুশল মেন্ডিসের সেঞ্চুরি এবং আসালাঙ্কার হাফসেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা।

প্রথম ওভারের শেষ দিকে প্রথম ধাক্কা খায় স্বাগতিকরা। মাত্র ১ রান করা ওপেনার নিশান মাদুশকাকে (৬ বল) স্লিপে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ৫৬ রান। ৩৫ রান করা নিশাঙ্কাকে ফেরান বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।

চতুর্থ উইকেটে দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। ইনিংসের সবচেয়ে বড় জুটি হিসেবে তারা স্কোরবোর্ডে যোগ করেন ১১৭ রান। মেন্ডিস ১১৪ বলে ১৮টি বাউন্ডারিতে ১২৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ শতক এবং বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। অধিনায়ক আসালাঙ্কা করেন ৬৮ বলে ৫৮ রান।

আরও পড়ুন: আইসিসির নতুন সিইও সঞ্জোগ গুপ্তা

৪০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৩ উইকেটে ২২২। এরপর শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৬৩ রান দেন ও তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ৪১তম ওভারে তাসকিন আহমেদের বলে ক্যাচ দিয়ে ফেরেন আসালাঙ্কা। এরপর হিটউইকেট হয়ে ১২ রান করে বিদায় নেন জানিথ লিয়ানাগে। মিরাজের বলে খেলার চেষ্টায় নিজের স্টাম্প ভেঙে বসেন তিনি।

পরের ওভারে টপএজ হয়ে আউট হন শতক তুলে নেওয়া কুশল মেন্ডিস। তার ক্যাচটি দৌড়ে গিয়ে তালুবন্দি করেন শামীম হোসেন পাটোয়ারী। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে ১৮ এবং দুশমন্থ চামিরা ৮ বলে ১০ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সমান দুটি করে উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। একটি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, তানভীর ইসলাম ও শামীম হোসেন।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭৭ রানে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৬ রানের জয় তুলে নেয় টাইগাররা।

তৃতীয় ম্যাচের প্রথম ইনিংস শেষে এখন সিরিজ নির্ধারণের পালা বাংলাদেশের ব্যাটারদের হাতে। ৩০০ বলে ২৮৬ রান করতে পারলেই শ্রীলঙ্কার মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েল্লাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসেনা, দুশমন্থ চামিরা।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়