বঙ্গভবনে যায়নি বিএনপি
ঢাকা: রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশের ৪৫তম স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়নি বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে এ অনুষ্ঠান হয়।
বিএনপির গুলশান কার্যালয় এ বিষয়ে কিছু জানাতে পারেনি। চেয়ারপারসনের প্রেসউইং সদস্য সামসুদ্দিন দিদার এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল নিউজবাংলাদেশ.কমকে জানিয়েছেন, ‘‘ কারাগারে আছেন এমন নেতাদেরও রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর নামে দাওয়াত পত্রে এসেছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








