News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১০, ১৮ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহন চায় জাপা

সিটি নির্বাচনে সব দলের অংশগ্রহন চায় জাপা

ঢাকা: জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী জানিয়েছেন, সবদলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন চায় জাতীয় পার্টি।

বুধবার বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের জরুরি সভায় তিনি একথা জানান।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তরের এই সভাপতি বলেন, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সবদলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচন চাই। সব দলের অংশগ্রহণে নির্বাচন সুষ্ঠু হবে, প্রশ্নবিদ্ধ হবে না। দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে।”

সভায় এস.এম. ফয়সল চিশতী আরো বলেন, “জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বাহাউদ্দিন বাবুলের পক্ষে জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের মহানগরের উত্তরের ঘরে ঘরে গণসংযোগ করতে হবে। গণসংযোগের মাধ্যমে জাতীয় পার্টির বিজয় ছিনিয়ে আনতে হবে।”
 
সভায় ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব বাহাউদ্দিন আহমেদ বাবুল সমবেত সকলের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করে তার পক্ষে নির্বাচন পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী পার্টির যুগ্ম মহাসচিব ও মহানগর উত্তর সাধারণ সম্পাদক জনাব বাহাউদ্দিন আহমেদ বাবুল, পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নুরু, সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, যুবসংহতির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, জাকির হোসেন জিকু, আনিসুর রহমান খোকন, হাজী সিরাজ, কাজী আবুল খায়েরসহ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়