‘বাংলাদেশ জেল’ এর নাম পরিবর্তন করে আসছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ
ফাইল ছবি
কারাগারকেন্দ্রিক সংশোধন ও পুনর্বাসন কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে ‘বাংলাদেশ জেল’ এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫ এর খসড়া চূড়ান্ত করার পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, তীব্র জনবল সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যে নতুন জনবল নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক
এ সময় কারা মহাপরিদর্শক আরও জানান, বন্দিদের চিকিৎসাসেবা জোরদার করতে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি হাস্যরসের সুরে যোগ করেন, “কারাগার থেকে বন্দিরাও মাঝে মাঝে আমাকে ফোন করেন।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








