নির্বাচনে কালো টাকা ছড়ালে ব্যবস্থা: দুদক চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকার ব্যবহার ঠেকাতে কঠোর নজরদারি বজায় রাখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, কেউ কালো টাকা ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দুদক চেয়ারম্যান জানান, নির্বাচনের সময় কালো টাকার ব্যবহার ঠেকাতে সংস্থাটির বিশেষ দল কাজ করবে। তারা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবে। প্রয়োজনে অন্যান্য সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা হবে।
মোহাম্মদ আবদুল মোমেন বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে এ ধরনের অপচেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।
তিনি বলেন, নির্বাচনে কালো টাকা ব্যবহারের সুযোগ নেই। কালো টাকা নিয়ন্ত্রণে দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে।
আরও পড়ুন: এক বছরে দেশ নির্বাচনের উপযোগী: প্রধান উপদেষ্টা
দুদক চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের সময় টাকা-পয়সা খরচ করার প্রবণতা বেড়ে যায়, বিশেষ করে ভোটারদের প্রভাবিত করার জন্য। তিনি অবৈধ অর্থের সরবরাহ (সাপ্লাই সাইড) বন্ধ করার ওপর জোর দেন। তিনি শঙ্কা প্রকাশ করেন যে, অবৈধ টাকার পরিমাণ বেড়ে গেলে এক পর্যায়ে তা মুদ্রাস্ফীতি তৈরি করতে পারে।
নির্বাচনের সময় প্রার্থীরা সম্পদ বিবরণীতে কোনো ভুয়া তথ্য দিলে সে সম্পর্কে তথ্য দেওয়ার জন্য তিনি ভোটার এবং মিডিয়ার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, হলফনামা দাখিল করার পর আমাদের হাতে সময় কম থাকে। সেক্ষেত্রে মিডিয়ার কাছে যদি কোনো তথ্য থাকে যে, কেউ তথ্য লুকিয়েছেন, তাহলে আমাদের সঙ্গে সেটি শেয়ার করবেন।
দুদক চেয়ারম্যান জনগণকে এখন থেকেই ‘দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ বলে আওয়াজ তোলার আহ্বান জানান।
তিনি বলেন, একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
মোহাম্মদ আবদুল মোমেন বলেন, সরকার একটি ভালো নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করছে।
তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








