News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৫, ২৫ আগস্ট ২০২৫

পুলিশে বড় রদবদল: ৫২ কর্মকর্তা বদলি

পুলিশে বড় রদবদল: ৫২ কর্মকর্তা বদলি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের মধ্যে প্রশাসনিক রদবদল ঘটানো হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ বদলির আদেশ জানায়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অতিরিক্ত আইজিপি পদে পদায়ন:

চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জন কর্মকর্তাকে নিয়মিত অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। এছাড়া সুপার নিউমারারি পদে পদোন্নতি পাওয়া ৬ জন কর্মকর্তাকে নিয়মিত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

ডিআইজি পদে বদলি:

অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। উল্লেখযোগ্য বদলির মধ্যে ডিআইজি মো. মেনহাজুল আলমকে নরসিংদী জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ডিআইজি মো. রবিউল ইসলামকে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

পুলিশ সুপার পদে বদলি:

পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

  • শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে বরগুনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • পিবিআইয়ের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে বাগেরহাট জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে মেহেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • এসবির বিশেষ পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে নড়াইল জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
  • হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদে বদলি:

অপর একটি প্রজ্ঞাপনে ৮ জন অতিরিক্ত ডিআইজিকে বদলি ও পদায়ন করা হয়েছে। উল্লেখযোগ্য বদলির মধ্যে অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত ডিআইজি মো. সাইফুল ইসলামকে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লিখিত পদে/স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।

এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাম্প্রতিকতম প্রশাসনিক রদবদল, যা দেশের বিভিন্ন অঞ্চলে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়