ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ককে অবৈধ ঘোষণা মার্কিন আপিল আদালতের
ছবি: সংগৃহীত
বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত।
শনিবার (৩০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদালতের রায়ে বলা হয়েছে, জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় আরোপিত এসব শুল্ক আইনি সংঘর্ষ তৈরি করতে পারে। প্রেসিডেন্টের এমন পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই; শুল্কারোপের ক্ষমতা কেবল কংগ্রেসের।
তবে আপিল আদালতের এই রায় সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। আগামী ১৪ অক্টোবর মামলাটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
আরও পড়ুন: আদালতের রায়ে ক্ষমতাচ্যুত থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন
এদিকে, আদালতের রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মন্তব্য করেন, এই রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে পড়বে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








