News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৩৮, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:০৪, ১৮ জানুয়ারি ২০২০

জর্দা খেলে শাস্তি

জর্দা খেলে শাস্তি

ঢাকা: ভারতের দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে জর্দাসহ সব ধরনে চর্বণযোগ্য তামাক। এখন থেকে কেউ এসব নেশাদ্রব্য দোকানে রাখলে বা কাউকে খেতে দেখা গেলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

সরকারি সিদ্ধান্তে সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে।

নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা তদারকি করতে পুলিশ ও স্বাস্থ্য অধিদফতর ঝটিকা অভিযানও চালাবে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর থাকবেন তারা।

এর আগে ২০১২ সালে ভারতের সুপ্রিমকোর্ট এক আদেশে চর্বণযোগ্য তামাক গুটকা নিষিদ্ধ করতে সরকারকে ব্যবস্থা নিতে বলেছিল। আদালতের ওই নির্দেশের আলোকে দিল্লির নতুন সরকার এ সিদ্ধান্ত কার্যকর করছে। ভারতে গুটকা সেবনের রেওয়াজ প্রচলিত রয়েছে।

একটি জরিপে দেখা গেছে, দিল্লির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১০ শতাংশের বেশি এ ধরনের তামাক সেবন করে থাকেন।

উল্লেখ্য, তামাক ও তামাকজাত দ্রব্য ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, সুপারিতেও উচ্চামাত্রার ক্যানসারের উপাদান রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়