News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২২, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪১, ১৮ জানুয়ারি ২০২০

শ্রীলঙ্কার প্রেসিডেন্টর ছোটভাইকে কুপিয়ে হত্যা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টর ছোটভাইকে কুপিয়ে হত্যা

দুর্বৃত্তের কোপে গুরুতর জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ছোট ভাই মারা গেছেন। প্রেসিডেন্টের ছোট ভাই প্রিয়ানথা সিরিসেনা (৪০) দেশটির এক হাসপাতালে আজ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর এএফপির।

গত বৃহস্পতিবার কলম্বো থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নিজ শহর পোলোননারুয়ায় প্রিয়ানথা এ হামলার শিকার হন। স্থানীয় ব্যবসায়ী প্রিয়ানথা এমন এক সময় দুর্বৃত্তের হামলায় মৃত্যুবরণ করলেন, যখন তাঁর বড় ভাই প্রেসিডেন্ট মাইথ্রিপালা চীন সফরে রয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারী প্রিয়ানথাকে কুড়াল দিয়ে কুপিয়ে মাথায় গুরুতরভাবে জখম করে হামলাকারী। এতে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

চিকিৎসকেরা জানান, প্রিয়ানথার মাথায় গুরুতর জখম ছিল। তাকে জরুরি চিকিৎসার জন্য রাজধানীতে নিয়ে এসে অস্ত্রোপচার করা হলেও বাঁচানো সম্ভব হয় নি।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়