সানায় সৌদি বিমান হামলায় ১৩ জন নিহত
ইয়েমেনের রাজধানী সানায় শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সৌদি বিমান হামলায় কমপক্ষে ১৩ নিহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
এএফপি জানায়, সানায় বুধবার দিবাগত রাতে শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সৌদি আরব এ বিমান হামলা চালিয়েছে।
এক বেসামরিক প্রতিরক্ষা সূত্র জানায়, হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়।`
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমান হামলায় ৭টির মত বাড়িঘর বিধ্বস্ত হয়। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তুপের ভেতর আরও মৃতদেহ আছে কিনা তা খতিয়ে দেখতে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের সহায়তা করছে।
এদিকে মিশর ও পাকিস্তানসহ পাঁচটি মুসলিম দেশ ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের দমনে উপসাগরীয় নেতৃত্বাধীন সামরিক জোটে অংশ নিতে আগ্রহী বলে সৌদি আরব দাবি করেছে।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার জানায়, জর্ডান, মরক্কো ও সুদানও বিদ্রোহী বিরোধী অভিযানে অংশ নেয়ার ইচ্ছে প্রকাশ করেছে।
এর আগে, হুতি মিলিশিয়াদের হাত থেকে দেশ ও এর জনগণকে রক্ষায় ইয়েমেনের প্রেসিডেন্ট হাদির আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত অভিযান চালানোর ঘোষণা দেয়।
যুক্তরাষ্ট্র এ অভিযানে লজিস্টিকসহ অন্যান্য সহযোগিতা দেবে বলে জানিয়েছে।
সউদি আরবের আল আরাবিয়া নিউজ চ্যানেলের খবরে বলা হয়েছে, বিমান হামলায় অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত সউদি আরবের কাছে ৩০টি জেট বিমান পাঠিয়েছে। খবরে আরো বলা হয়, পাকিস্তান ও মিশরও য্দ্ধুবিমান ও যুদ্ধজাহাজ পাঠাবে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








