লিথুয়ানিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইনগা রুগিনিয়েন
ইনগা রুগিনিয়েন। ছবি: আনাদোলু
লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী পদে সোশাল ডেমোক্র্যাট দলের নেতা ইনগা রুগিনিয়েনের মনোনয়নকে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। এর মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগের পর এক মাস ধরে চলতে থাকা রাজনৈতিক সংকটের অবসান হলো।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিটানাস নাউসেদা একটি ডিক্রি জারি করলে রুগিনিয়েন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হবেন এবং শপথ নেবেন।
সোমবার ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটরা (LSDP) দুটি সহযোগী দল—নেমুনাস ডন এবং লিথুয়ানিয়ান ফার্মারস, গ্রিন অ্যান্ড ক্রিশ্চিয়ান ফ্যামিলিস ইউনিয়নের সঙ্গে নতুন জোট সরকার গঠনের চুক্তি করে।
এর আগে দুর্নীতির অভিযোগ এবং নৈতিকতার লঙ্ঘনের কারণে সাবেক প্রধানমন্ত্রী জিনটাউটাস পালুকাসের পদত্যাগের পর গত ৩১শে জুলাই সরকারের পতন হয়।
গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে ১৩ জনসহ একদিনে নিহত ৬৪
নতুন ক্ষমতাসীন জোট পার্লামেন্টের ১৪১টি আসনের মধ্যে ৮২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে। এর মধ্যে সোশ্যাল ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ৫২টি।
জোটের কর্মপরিকল্পনায় বিদেশি হুমকি থেকে জনগণকে রক্ষা করা, প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া, তামাক, অ্যালকোহল এবং ই-সিগারেটের ওপর কর বাড়ানোর পাশাপাশি জেনোফোবিয়া মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।
নতুন ক্ষমতাসীন জোট নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদ শুরু হয়েছে। আয়োজকরা অভিযোগ করেছেন যে এই জোটে এমন রাজনীতিবিদরা রয়েছেন যারা রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং টিকা বিরোধী প্রচারের বিরোধিতা করেন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








