News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১৫, ২০ জুলাই ২০২৫
আপডেট: ২১:১৬, ২০ জুলাই ২০২৫

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৯ জন হাসপাতালে

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৯ জন হাসপাতালে

ফাইল ছবি

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে (শনিবার ১৯ জুলাই সকাল ৮টা থেকে রোববার ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

রবিবার (২০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১৩৩ জন, চট্টগ্রামে ৭৮, খুলনায় ৫৫, রাজশাহীতে ৪৮, ঢাকা দক্ষিণে ৫৬, ঢাকা উত্তরে ১৮, ঢাকার বাইরে ২৪, ময়মনসিংহে ১১ এবং রংপুরে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ১১৪ নতুন ভর্তি

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১১ জন। চলতি বছরে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৮৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২5 সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ২১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে এই রোগে প্রাণ হারান ১,৭০৫ জন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়