News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৮, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১১:৩২, ২ ফেব্রুয়ারি ২০২০

অনমনীয় নারী!

বরযাত্রা থেকে গ্রেফতার হল ধর্ষক-বর

বরযাত্রা থেকে গ্রেফতার হল ধর্ষক-বর

তারা ধর্ষণের মতো জঘন্য অপরাধকে বিয়ের আবরণে ঢেকে দিতে চাইছিল। কিন্তু এটা ঠেকাতে একাই হিমালয়ের মতো অটল বাধা হয়ে দাঁড়ালেন ধর্ষণপীড়িত নারী স্বয়ং। এ ধরনের পরিস্থিতিতে একে দৃষ্টান্ত স্থাপনকারী এক ঘটনাই বলা যায়।

ভারতের বানারসের এক গ্রামের ঘটনা এটি। গ্রামের প্রভাবশালী হোমরা-চোমরা এবং পরিবারের কর্তাদের চোখ রাঙানি আর হুমকি-ধামকিকে পাত্তা না দিয়ে ভুক্তভোগী ওই নারী যা করার তাই করেছেন। বৃহস্পতিবার নবভারত টাইমস জানায়, একচোখা মোড়ল-মাতব্বররা ওই তরুণীকে চাপ দিচ্ছিলেন তার ধর্ষককেই বিয়ে করতে। নিজ পরিবারের লোকজনও বিপক্ষে ছিল। সে মোতাবেক বিয়ের আয়োজনও চলছিল পুরোদমে। ধর্ষক-বরকে নিয়ে বরযাত্রাও শুরু হয়ে গিয়েছিল। ঠিক এসময়ে মেয়েটি থানার শরণ নেন। তিনি পুলিশকে বাধ্য করেন ধর্ষককে গ্রেফতার করতে।

প্রকাশিত খবরে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি বানারস জেলার জনসা থানার অনুন্নত গ্রাম সজৌ’র এক যুবক নিজের সম্প্রদায়ের এক তরুণীকে ধর্ষণ করে। কিন্তু ঘটনার শিকার তরুণীর ইচ্ছা বা মানসিক অবস্থার কথা বিবেচনা না করেই উভয় পক্ষের অভিভাবকরা দুজনের বিয়ের উদ্যোগ নেন। কিন্তু পরে সেই বিয়েও করতে অস্বীকৃতি জানায় ধর্ষক যুবক।

এদিকে, ধর্ষণের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর পুলিশ অপরাধীকে ধরার বদলে তৎপর হয় দুই পক্ষকে মানাতে। এবার পুলিশও চাইছিল এদের বিয়ে হয়ে যাক। পুলিশের চাপে দুই পক্ষ ফের কথাবার্তা শুরু করে। এসময় অভিযুক্ত যুবক বিয়েতে সম্মতি জানায়। বিয়ের দিন ঠিক হয় ২৪মার্চ।

এরপর গত মঙ্গলবার নির্দিষ্ট দিন-ক্ষণে ধর্ষকপক্ষ বরযাত্রার প্রস্তুতি নিতে থাকে। এমন পরিস্থিতিতে মেয়েটি থানায় ফোন দিয়ে পরিষ্কার জানিয়ে দেয়, কোনও অবস্থাতেই ওই ধর্ষককে বিয়ে করবে না সে। এরপর পুলিশের পক্ষে আর ধর্ষককে বাঁচানোর আর কোনও উপায় থাকে না। তারা বয় পাচ্ছিলো ঘটনা উপর মহলে জানাজানি হলে ‘ভেজাল’ হতে পারে। তারা গিয়ে বরযাত্রী দলের মাঝ থেকে ধর্ষক-বরকে গ্রেফতার করে।

জনসা থানার পুলিশ কর্তা বসন্ত রাম গত বুধবার জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় তাকে কোর্টে চালান করা হয়েছে। তিনি আরও জানান, গ্রাম পঞ্চায়েতের কিছু লোক এই অপরাধকে বিয়ের মাধ্যমে ধামাচাপা দিতে চাইছিল। কিন্তু মেয়েটি এতে পরিষ্কার অস্বীকৃতি জানায়।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়