নীলফামারীর ‘বড় মাঠ’ এখন শুধুই খেলার মাঠ নয়, হয়ে উঠেছে মিলনকেন্দ্র
কেবল সাদিয়া বা শাহিনূর নন, শহরের প্রায় সব মানুষের কাছেই নীলফামারীর ‘বড় মাঠ’ স্বস্তির জায়গা। ভোর থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনায় মুখরিত থাকে এই মাঠ। দিনের আলো ফোটার সাথে সাথেই মাঠের দৃশ্য বদলে যায়। একদিকে কেউ কেউ আসেন শরীরচর্চা করতে, কেউ বা আসেন ফুটবল প্র্যাক্টিস করতে। একসময় বিকেলবেলায় রাস্তার মোড়ে বসত আড্ডা। ক্যারম। আবার কেউ বড়দের সঙ্গে চা-স্টলে বসে খোশগল্পে মেতে উঠত। একটি মাঠ পরিবর্তন করে দিয়েছে এ চিত্র। এখন বিকেল হলেই মাঠের পাশে থাকা বেঞ্চগুলো হয়ে উঠেছে তরুণ-তরুণীদের আড্ডার স্থান।