হোন্ডা-গুন্ডার রাজনীতি শেষ: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা—এই দিন আমরা ৫ আগস্টেই শেষ করেছি। এখন আর হোন্ডা-গুন্ডার রাজনীতি চলবে না। নেতৃত্ব তৈরি হবে নেতা হওয়ার গুণাবলি থেকে।”
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতের সভায় কুমিল্লার দেবিদ্বরে দুটি ইউনিয়নের দুটি গ্রামে ‘উঠানে রাজনীতি’ বৈঠকে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে একটি দল। ইনসাফের বিপরীতে থাকা কেউ এই দলে রাজনীতি করতে পারবে না। হাজার হাজার লোক আনেও যদি নেতৃত্ব বেইনসাফি করে, তাদের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি গ্রাম-মহল্লায় মানুষ সংঘবদ্ধ হলে অপরাধীরা সাহস পাবে না। জনগণের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই, ভালো মানুষ হলেই যথেষ্ট।"
হাসনাত আর্থিক কষ্টের বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, “অনেকে সারাদিন খেটে প্রোগ্রাম সফল করেন, কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দিতে পারি না। রাজনীতি করে আর্থিক স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা খুবই কম; কেবল দুর্নীতি করলে বা কমিশন খেলে তা সম্ভব, যেটা আমাদের দ্বারা সম্ভব নয়।”
আরও পড়ুন: দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
তিনি সমালোচনা করেছেন প্রথাগত নেতাদের কৌশলকেও। বলেন, “অনেক নেতা বয়স শেষে ছেলেকে বিদেশ থেকে এনে নেতা বানান। এখন সময় বদলেছে—কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে বা নেতার ছেলে, যোগ্যতা থাকলেই নেতা হবে।”
বৈঠকটি পরিচালনা করেন এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। এতে কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ, সাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি