News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪৬, ৭ সেপ্টেম্বর ২০২৫

‘আমার বাসা ভেঙ্গে যদি দেশে শান্তি আসে, তাহলে সমর্থন জানাচ্ছি’

‘আমার বাসা ভেঙ্গে যদি দেশে শান্তি আসে, তাহলে সমর্থন জানাচ্ছি’

ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তমের বাসায় হামলার ঘটনায় দেশের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

তিনি বলেন, জয় বাংলা থাকে কি না থাকে, দেশের মানুষই বিচার করবে।

রবিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসভবন “সোনার বাংলা”-তে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন কাদের সিদ্দিকী।

তিনি বলেন, গত সপ্তাহের মিটিং শেষে কেউ কেউ ‘জয় বাংলা থাকবেনা, দালালদের হুঁশিয়ার’ স্লোগান দিয়েছেন। দালালদের হুঁশিয়ার বললেও আমাদের কিছু আসে যায় না। আমরা কখনো দালাল ছিলাম না এবং দালালি করি নাই। তবে ‘জয় বাংলা থাকে কি না থাকে’, সেটি দেশের মানুষ বিচার করবে।

তিনি আরও বলেন, আমার মনে হয়, দেশের অস্থিতিশীলতা তৈরি করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছেন। সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি বলতে পারব না। তবে আমার মতো দেশের একমাত্র বীরত্বসূচক বাঙালীর বাড়ি নিরাপদ না থাকলে সাধারণ মানুষের ঘরবাড়ি কীভাবে নিরাপদ থাকবে? এটি নিয়মবিরোধী এবং আইনের ব্যত্যয়। আমি এই সরকারকে অনুরোধ করছি, আমার বাড়ির হামলার মাধ্যমে এই চোরাগোপ্তা হামলা বন্ধ হোক।

আরও পড়ুন: টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা-ভাঙচুর

কাদের সিদ্দিকী দেশের সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, এই অন্যায় অবিচার সহ্য করলে পরবর্তী প্রজন্মের জীবন, সম্পদ ও সম্মান সব হুমকির মুখে পড়বে। আমি কোনোভাবেই আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না। প্রায় ২৬ বছর আগে আমি নিজেই আওয়ামী লীগ ছেড়ে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি। শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক নেই। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি।

তিনি বলেন, রাজধানীর ৩২-এর মতো আমার বাসা ভাঙলে যদি দেশের শান্তি আসে, আমি সমর্থন জানাচ্ছি। তবে এই ঘটনায় কোনো দলের নেতা-কর্মীকে দোষারোপ করছি না। এ বিষয়ে অবশ্যই মামলা করা হবে।

কাদের সিদ্দিকী সরকারের সমালোচনায় বলেন, যদি হাসিনা সরকার ফ্যাসিস্ট হয়, তবে বর্তমানে চলমান পরিস্থিতি কোন মাপের ফ্যাসিস্ট তা বোঝা দায়। দেশের একমাত্র বেসামরিক বীর উত্তমের বাড়ি যখন নিরাপদ নয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

রবিবার বিকেলে তিনি বাসাইল উপজেলায় পূর্বঘোষিত মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকীর বাসা “সোনার বাংলা”-তে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা গাড়ি ও বাসার জানালার কাঁচ ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, পুলিশ হামলার বিষয়টি তদন্ত শুরু করেছে। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে জেলার বাসাইল উপজেলায় কাদেরিয়া বাহিনী ও ছাত্রসমাজের ব্যানারে পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আকলিমা বেগম শনিবার রাতে এ আদেশ জারি করেন। এই আদেশ রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।

নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি 

সর্বশেষ

পাঠকপ্রিয়