এল আলতোয় হোঁচট খেলো ব্রাজিল

ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যতম উচ্চতম দেশ বলিভিয়ায় ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে হোঁচট খেলো ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উচ্চতায় অবস্থিত এল আলতোর প্রতিকূল পরিবেশে স্বাগতিক বলিভিয়া ১-০ গোলে জয় পায়। এই জয়ের ফলে বলিভিয়া আন্তমহাদেশীয় প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে। গোলটি করেন মিগুয়েলিটো। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন সঠিক দিকে ঝাঁপিয়ে পড়লেও বল ঠেকাতে পারেননি। ম্যাচে বলিভিয়া ২৩টি শট নেয়, যার ১০টি লক্ষ্যে পৌঁছায়। বিপরীতে ব্রাজিল ১০টি শট নিয়েও মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পারে।
আরও পড়ুন: বাংলাদেশের কাছে ১২ মিনিটেই কাত সিঙ্গাপুর
এই জয়ের ফলে বলিভিয়া ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে। ব্রাজিল ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকেও আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে।
নিউজবাংলাদেশ.কম/এসবি