ডিএমপিতে পাঁচ পুলিশ কর্মকর্তার বদলি

ফাইল ছবি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একযোগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।
গেন্ডারিয়া থানার ওসি আবু শাহেদ খানকে বদলি করে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের গোলাম মর্তুজা।
ওয়ারী থানার ওসি ফয়সাল আহমেদকে বদলি করে গোয়েন্দা বিভাগে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন লাইনওআর-এর এম এ রউফ খান।
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই: সেনা সদর দপ্তর
লাইনওআর-এর রকিবুজ্জামান তালুকদারকে বদলি করে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি