News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৮, ১০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৯:১৯, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে দেশটির সেনাবাহিনী সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয়। 

বুধবার (১০ সেপ্টেম্বর)স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, আদালত ও বিভিন্ন সরকারি দপ্তরে আগুন দেন। পাশাপাশি মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালানো হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা ও তার স্ত্রীকে মারধর করা হয়। গুরুতর আহত দিউবাকে পরে সেনারা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ইসরায়েলি বিমান হামলায় কাঁপলো দোহা

অন্যদিকে, বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দিলে তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে নিহত হন।

এ পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বিক্ষোভকারীদের আন্দোলন থামানোর আহ্বান জানান। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাত ১০টার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে সেনা মোতায়েন করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়