ফল ঘোষণা শেষ হওয়ার আগেই শিবিরের বিজয় মিছিল

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আংশিক ফল ঘোষণার পরই বিজয় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৩টার দিকে টিএসসি থেকে শুরু হওয়া মিছিল শাহবাগ পর্যন্ত যায়।
রাত ৩টা পর্যন্ত ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত প্রার্থীরাই শীর্ষ কয়েকটি পদে এগিয়ে ছিলেন। ফলাফল প্রকাশ শুরু হতেই ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান তা প্রত্যাখ্যান করেন। রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
অন্যদিকে ছাত্রদল মনোনীত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ভিন্ন সুরে প্রতিক্রিয়া জানান। রাত সোয়া ২টার দিকে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লিখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটিই তাদের রায়, তবে আমি সেই রায়কে সম্মান জানাই। তবে কয়েকটি কেন্দ্রে অনিয়ম হয়েছে। বিশেষ করে গণনার সময় মেশিনের ত্রুটি, জালিয়াতি ও কারচুপি দেখা গেছে।”
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদল প্রার্থী আবিদ
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে চারটি প্যানেলের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগে থেকে টিকচিহ্ন দেওয়ার অভিযোগে টিএসসি এলাকায় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে ছাত্রদল।
নিউজবাংলাদেশ.কম/এসবি