News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ৮ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৪:৪৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সারাদেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৩৩ হাজার পূজা মণ্ডপ স্থাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

উপদেষ্টা জানান, সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। ঢাকায় একটি নির্দিষ্ট লাইনে ধারাবাহিকভাবে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা থাকবে।

পূজা মণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মণ্ডপ কমিটির সদস্যদের মধ্য থেকে দিনে তিনজন ও রাতে চারজন করে পুলিশ পাহারায় থাকবেন।

তিনি আরও জানান, এবার পূজা আয়োজক কমিটি কোনো উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবার আরও শান্তিপূর্ণভাবে উদযাপনের আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মোবাইল অ্যাপস চালুর ঘোষণা দেন উপদেষ্টা। কোনো ঘটনা ঘটলে অ্যাপসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানানো যাবে। এছাড়া পূজা মণ্ডপকে ঘিরে আয়োজিত মেলায় মাদকের আড্ডা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

দুষ্কৃতিকারীরা কোনো ধরনের অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়