News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

নাগরিক সুবিধায় নতুন উদ্যোগ ইসি’র

নাগরিক সুবিধায় নতুন উদ্যোগ ইসি’র

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

এছাড়া, ১৬ বছর বয়স পূর্ণ হলেই এনআইডি কার্ডের জন্য নিবন্ধন করা যাবে, তবে ভোটার হতে পারবেন না। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও জানান, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যা আগামী নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করবে।

আখতার আহমেদ জানান, যাদের বয়স ১৬ বছর পূর্ণ হয়েছে, তারা জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে পারবেন। তবে, তারা ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন না। এটি মূলত পরিচয়পত্রের জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

ইসি সচিব বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে। এটি বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশনের সভায় উপস্থাপন করা হবে।

আরও পড়ুন: নির্বাচনে কোনো অন্যায় বরদাস্ত করা হবে না: ইসি মাছউদ

এনআইডি হারিয়ে গেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বাধ্যবাধকতা তুলে দেওয়ায় নাগরিকদের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করেছে কমিশন। 

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।

নির্বাচন কমিশন ৩০০ আসনের চূড়ান্ত সীমানা পুনর্নির্ধারণ করেছে। নতুন প্রজ্ঞাপনে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি কমেছে। গাজীপুরে আসন বেড়ে হয়েছে ৬টি, আর বাগেরহাটে কমে দাঁড়িয়েছে ৩টিতে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন শিগগিরই গেজেটে প্রকাশ হবে। 

এর আগে, ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করা হয়েছিল, যেখানে ২৬১ আসনের সীমানা বহাল রাখা হয়েছিল এবং ৩৯ আসনে আংশিক পরিবর্তন আনা হয়েছিল।

নির্বাচন কমিশনের এই নতুন উদ্যোগগুলো নাগরিকদের জন্য এনআইডি সেবা সহজতর করবে এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে। 

এছাড়া, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়