News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৩:২৫, ৯ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা: আইন উপদেষ্টা

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে গণতন্ত্রের অভিমুখে এক বিশাল পদযাত্রা হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আগামীকাল ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। আশা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই এই সুযোগ কাজে লাগাবেন এবং বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন। যেই জিতুক, তাকে অন্যরা বরণ করে নেবেন।”

তিনি আরও লেখেন, “এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক। আল্লাহ, আমাদের সহায় হন।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

আরও পড়ুন:  সুষ্ঠু ও সফলভাবে ডাকসু নির্বাচন সম্পন্নের প্রত্যাশা উপদেষ্টা আসিফের

২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদ মিলিয়ে শতাধিক প্রার্থী অংশ নিচ্ছেন। শুধু সদস্য পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ২১৭ জন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়