News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৫, ৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর)  ডিএমপির পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়, ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ে অস্ত্র বহন করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও মেট্রোরেল সময়সূচি: ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত ক্যাম্পাস প্রবেশদ্বার সীমিত থাকবে। এছাড়া ৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবে।

ভোটার যাচাই ও পরিচয়পত্র: ভোটাররা ব্যবহার করতে পারবে: ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, হল পরিচয়পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক), গ্রন্থাগার পরিচয়পত্র, পে-স্লিপ (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী)।

ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্রে QR Code scanning দ্বারা ‘Verified DUCSU Voter’ নিশ্চিতকরণ দেখানো হবে। ভুয়া পরিচয়পত্রে এই মেসেজ দেখানো সম্ভব হবে না।

আরও পড়ুন: সাবেক সচিব শহীদ খান গ্রেফতার

হল পরিচয়পত্র যাচাই করা হবে প্রভোস্টের স্বাক্ষরের মাধ্যমে।

প্রবেশাধিকার: ঢাবি পরিবারের সকল সদস্য,  জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী। 

ডিএমপি জানিয়েছেন, এই নির্দেশনা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে জারি করা হয়েছে। সকলকে নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়