News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১২:৫৫, ১০ সেপ্টেম্বর ২০২৫

সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। 

বুধবার (১০ আগস্ট) সকালে তারা ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, “বিএনপি মহাসচিবের সহধর্মিণীর চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী তারা সিঙ্গাপুর গেছেন।”

আরও পড়ুন: ফল ঘোষণা শেষ হওয়ার আগেই শিবিরের বিজয় মিছিল

তিনি আরও জানান, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। তবে কতদিন সেখানে অবস্থান করবেন, তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও সিঙ্গাপুরে চোখের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়