পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

ফাইল ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নামে পূবালী ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক, মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।
তিনি জানান, লকারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা। লকারের দুটি চাবির মধ্যে একটি সাবেক প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।
আরও পড়ুন: কিরগিজস্তান থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ১৮০ বাংলাদেশি
তিনি আরও বলেন, লকার সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি