সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেফতার

ফাইল ছবি
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আবু আলম শহীদ খানকে গ্রেফতার করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শহীদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজই আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: ডিএমপিতে পাঁচ পুলিশ কর্মকর্তার বদলি
উল্লেখ্য, ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকারের বিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন শহীদ খান। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তিনি শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে বিএনপি ক্ষমতায় ফিরে শহীদ খানকে ওএসডি হতে হয়। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিন মাসের মধ্যে পরপর চারটি পদোন্নতি দিয়ে তাকে জ্যেষ্ঠ সচিব করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি