ফেসবুক ফিরিয়ে আনছে জনপ্রিয় ‘পোক’ ফিচার

ফাইল ছবি
২০০৪ সালে ফেসবুকের আত্মপ্রকাশের পর অসংখ্য ফিচার যুক্ত ও সরিয়ে নেওয়া হয়েছে। এবার জনপ্রিয় ‘পোক’ ফিচার ব্যবহারকারীদের জন্য ফেরানো হচ্ছে।
ফেসবুকের এই ফিচার মূলত বন্ধুদের আকর্ষণ দেখানোর একটি মজার উপায় ছিল। যারা ২০১৪ সালের আগে ফেসবুক ব্যবহার করতেন, তারা নিশ্চয়ই এটি মনে রাখবেন। তরুণ প্রজন্মের মধ্যে একসময় ‘পোক’ খুবই জনপ্রিয় ছিল। তবে মেসেঞ্জার, লাইক ও অন্যান্য রিঅ্যাকশনের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় ২০১৪ সালে এটি সরিয়ে দেওয়া হয়।
এবার ব্যবহারকারীরা সরাসরি বন্ধুদের প্রোফাইল থেকে ‘পোক’ করতে পারবেন। সার্চ বা অন্য পেজে গিয়ে খুঁজে পাওয়ার প্রয়োজন নেই। এছাড়া, কেউ আপনাকে ‘পোক’ করলে নোটিফিকেশন পাবেন এবং বিভিন্ন ইমোজিও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: স্লিম ডিজাইন আর টেকসই পারফরম্যান্সে অনন্য ইনফিনিক্স হট ৬০ প্রো+
ফেসবুক আশা করছে, এই ফিচার পুরোনো ব্যবহারকারীদের নস্ট্যালজিয়া ফিরিয়ে আনবে এবং নতুন প্রজন্মকেও আকর্ষিত করবে। লক্ষ্য হলো আরও বেশি করে জেন জেড ব্যবহারকারীকে ফেসবুকের প্রতি আগ্রহী করা।
নিউজবাংলাদেশ.কম/এসবি